- সবচেয়ে কম বয়সে ৩০০ গোল করে মেসি ও রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন কিলিয়ান এমবাপে
সবচেয়ে কম বয়সে ৩০০ গোল করে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপের সর্বাধিক স্কোরারের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। ২৪ বছর ৩৩৩ দিন বয়সেই ৩০০ গোলের নজির গড়ে ফেলেছেন এমবাপে। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জিব্রাল্টারকে ১৪-০ উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই ম্যাচেই নতুন নজির গড়েছেন এমবাপে। তিনি এই ম্যাচে হ্যাটট্রিক করেন। ৩০ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করার পর ৭৪ ও ৮২ মিনিটে আরও ২ গোল করেন এমবাপে। আন্তর্জাতিক ফুটবলে অনেক নজিরই গড়েছেন এই স্ট্রাইকার। ২০১৮ সালে তরুণ বয়সেই দেশকে বিশ্বকাপ জিততে সাহায্য করেন তিনি। কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার পরেও মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারতে হয়। তবে ভবিষ্যতে দেশকে আরও সাফল্য এনে দেওয়াই এমবাপের লক্ষ্য। দেশের হয়ে এখনও পর্যন্ত ৭৪ ম্যাচ খেলে ৪৬ গোল করেছেন এমবাপে। তিনি যেভাবে খেলে চলেছেন, তাতে ৫০ গোল করা সময়ের অপেক্ষা। কেরিয়ারে ইতিমধ্যেই ১৭ বার হ্যাটট্রিক করে ফেলেছেন এই স্ট্রাইকার। চলতি মরসুমে ১৯ ম্যাচ খেলে ২১ গোল করে ফেলেছেন এমবাপে। তিনি কোথায় থামবেন? অঁরির মতে, পেলের মতোই ১,০০০ গোল করতে পারেন এমবাপে। তরুণ বয়স থেকেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ফ্রান্স ও প্যারিস সাঁ জা-র স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তিনিই বিশ্বের সেরা তরুণ ফুটবলার।