কলকাতা : সুপ্রিম কোর্টে চলছে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ মামলা, আরজি কর কাণ্ডের শুনানি।তারিখ পিছিয়েছে দ্বিতীয় দিনের শুনানির। তাতে অবশ্য দমবার লক্ষণ নেই আন্দোলনকারীদের মধ্যে। প্রতিবাদ অব্যাহত রাজ্য জুড়ে। শুনানির পরবর্তী পরিবর্তিত তারিখ ৯ সেপ্টেম্বর৷ আগামী সোমবার সুপ্রিম কোর্টে সেই শুনানির আগে প্রতিবাদ চলবে বিশ্ব জুড়ে।
সাম্প্রতিক পরিস্থিতিতে শনি-রবিবার এখন আর আরাম করে বসে থাকার দিন নয় – ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামার দিন। সমাজের সর্বস্তরের মানুষ নামছেন প্রতিবাদে। রাজনীতিক থেকে সাধারণ গৃহবধূ, পড়ুয়া থেকে চাকুরিজীবী, শিল্পী থেকে মজদুর – নিজেদের মতো করে সোচ্চার সকলেই। শনিবার সারারাত অ্যাকাডেমিতে হতে চলেছে ন্যায়বিচারের দাবিতে নাট্যানুষ্ঠান। মঞ্চস্থ হবে মোট ৬ টি নাটক, যার মুখ্য চরিত্রে রয়েছেন নারীরা। চিকিৎসক-তরুণীর নৃশংস হত্যাকাণ্ডে যারা দোষী, তাঁদের শাস্তি এবং ন্যায়বিচারের দাবিতে এই উদ্যাগ নাট্যকর্মীদের।
বিভিন্ন উপলক্ষে সারারাত নাটক দেখতে অভ্যস্ত এই শহরের সংস্কৃতিপ্রেমী মানুষ। কিন্তু প্রতিবাদে সামিল হয়ে এই ধরনের উদ্যোগ সত্যিই বিরল।
এদিকে, গত ১৪ আগস্ট ‘রাত দখলের’ ডাক দিয়েছিলেন যাঁরা, তাঁরাই আবার সুপ্রিম কোর্টে আগামী শুনানির আগের পুরো রাত্রি জেগে প্রতিবাদের ডাক দিয়েছেন। আগামী ৮ সেপ্টেম্বর সারারাত রাস্তায় থাকার আবেদন জানিয়েছেন তাঁরা। এবার শুধু মিছিল বা স্লোগান নয়, কবিতা-গান-নাচের মাধ্যমে হবে প্রতিবাদ। পাহাড় থেকে সাগর, সারা বাংলা জুড়ে এই কর্মসূচির নাম ‘নতুন গানের ভোর’। শাসকের ঘুম ভাঙানোর জন্যই তাঁদের এই কর্মসূচি বলে জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিনহা। এই রাজ্যের সকল বাচিকশিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও ব্যান্ডকে সুবিধা মতো জায়গায় সারারাত কবিতায়, গানে, নাচে প্রতিবাদ জানানোর আবেদন করা হয়েছে।
অর্থাৎ, সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে রাত জাগবে বাংলা। রাজ্যবাসী প্রত্যক্ষ করতে চলেছেন সাংস্কৃতিক প্রতিবাদের। শিলিগুড়ি শহরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডাক দিয়েছে ভোর দখলের।সব মিলিয়ে, আরজি কর কাণ্ডের একমাস পরেও অব্যাহত ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন।