৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সন্দেহজনক ব্যাগ! আরজি কর হাসপাতালে বম্ব স্কোয়াড

High News Digital Desk:

কলকাতা : ধরনা মঞ্চে বোমা? আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ব্যাগ ঘিরে ছড়াল আতঙ্ক| ব্যাগটি কার, তা নিয়ে প্রথমে খোঁজখবর শুরু হয়| সদুত্তর না মেলায় সন্দেহ দানা বাঁধে| আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবিষয়ে সতর্ক হয়ে ওঠেন|

খবর পেয়ে ঘটনাস্থল নিজেদের বেষ্টনীতে নিয়ে নেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা| পৌঁছয় বম্ব স্কোয়াড| জরুরি বিভাগের বাইরে রোগীদের আত্মীয়স্বজন দিশেহারা হয়ে পড়েন| বাড়ে উদ্বেগ| আতঙ্কিত লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে দেন| পরে সকলকেই ওই জায়গা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় পুলিশ ও সিআরপিএফ|

আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সামনে যে প্রধান ফটক রয়েছে, তা এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে| ঘটনাস্থলের আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কোনও কৌতহলী মানুষকে| বম্ব স্কোয়াড সতর্কতার সঙ্গে এলাকা ঘিরে রেখেছে| সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা করার ব্যবস্থা হয়েছে|

 

Scroll to Top