কলকাতা : বিজেপির ধর্মঘট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুচিপাড়া এলাকা। বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ। সকাল থেকেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ধর্মঘটের সমর্থনে রাস্তায় ছিলেন। কর্মীদের সঙ্গে নিয়ে, স্থানীয় দোকান না খোলার আবেদন করছিলেন সজল।তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে দোকান বন্ধ করতে বলছিলেন। সেই সময় ধর্মঘটের বিরোধিতা করেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁরাও জোর করেই দোকান খুলতে বলেন। তৃণমূলের পতাকা নিয়ে চলে আসেন বেশ কিছু লোক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সজলের সঙ্গে হাতাহাতি, বচসা শুরু হয় স্থানীয়দের। এলাকায় আসেন বিজেপি নেতা তাপস রায়। পরিস্থিতি সামলাতে আসে পুলিশও। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, ধর্মঘটের বিরোধিতা করতে যাঁরা এসেছিলেন, তাঁরা তৃণমূলের লোক।
এরপর সজল ঘোষ নিজের বাড়ি ফিরে গেলে, তাঁর বাড়িতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বাড়ি ঘিরে রাখে পুলিশ। এলাকায় আসেন ডিসি সেন্ট্রাল।
সজলের বাড়িতে পৌঁছন বিজেপি নেতা তাপস রায়। পাল্টা, বিজেপি কাউন্সিলরের বাড়ি ঘিরে রাখেন স্থানীয় মহিলারা। তাঁদের দাবি, পুলিশ যাতে সজল ঘোষকে বাড়ি থেকে তুলে না নিয়ে যেতে পারে, তার জন্যই বাড়ি ঘিরে রেখেছেন তাঁরা। তাতে অবশ্য শেষ-রক্ষা হয়নি। সজল ঘোষকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
এই একই ছবি দেখা গিয়েছিল ২০২১ সালে। সজলের বাড়ির দরজা ভেঙে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তৃণমূল-বিজেপি বচসায় সে-সময় উত্তপ্ত হয় মুচিপাড়া। বাড়ির দরজা লাথি মেরে ভেঙে সজলকে গ্রেফতার করেছিল পুলিশ। বিজেপির এদিনের ধর্মঘটেও ফিরে এল ৩ বছর আগের স্মৃতি।