৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সকালের বৃষ্টিতে শহরের বহু রাস্তায় জল দাঁড়িয়ে যায়

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  সকালের বৃষ্টিতে শহরের বহু রাস্তায় জল দাঁড়িয়ে যায়।উত্তর কলকাতার গিরিশ এভেনিউ, হাতিবাগান, ঠনঠনিয়া ও মুক্তারাম বাবু স্ট্রিটে জল জমে য়ায়।জল জমে যায় মধ্য কলকাতার কলেজ রোড,সেন্ট্রাল এভেনিউ, মহাত্মা গান্ধী রোড, রফি আহমেদ কিদওয়াই।অসুবিধেয় পড়ে য়ান পথচলতি মানুষজন ও যানবাহন।দক্ষিণ কলকাতার হেস্টিংস স্ট্যান্ড রোড, ক্যাসুরিনা, প্রনবানন্দ সরণী, লেক এভেনিউ,  সাউদার্ণ এভেনিউ, চারু মার্কেট, বেহালা চণ্ডীতলায় বহু রাস্তায় জল জমার ফলে সমস্যায় পড়েন পথচারীরা।সকালে রাসবিহারি এভিনিউতে বিকট শব্দ করে হুড়মুড়িয়ে উপড়ে রাস্তার ওপর ভেঙে পড়ে বিশাল এক অশ্বত্থ গাছ। দুদিকের রাস্তা বন্ধ হয়ে যায়।রাস্তার মাঝে ডিভাইডার লোহার রেলিং ভেঙে গাছের ওপরের অংশ গিয়ে পড়ে অপর প্রান্তে প্রিয়া সিনেমা হলের সামনে।মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, শহরে আর ৮ ফুটের বেশি উঁচু গাছ লাগানো হবে না।আগে যা লাগানো হয়েছে, তা কাটা হয়নি পরিবেশের কথা মাথায় রেখে। তাই মাঝে মাঝেই এই ধরনের বিপত্তি ঘটে।ঝোপ জাতীয় ছোট গাছ লাগানোর দিকে জোর দেবে কলকাতা পুরসভা।পুলিস ও পুরসভা উদ্যান বিভাগের কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট গামী লেন চালু করা।

Scroll to Top