২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

সকলের কাছে হাত জোর করে অনুরোধ কাঞ্চনের

সকলের কাছে হাত জোর করে অনুরোধ কাঞ্চনের 

শ্রীময়ী এবং কাঞ্চনকে নিয়ে সব সময়ই চর্চা চলতে থাকে। কখন তাদের প্রেম নিয়ে কখন তাদের বিয়ে। সম্প্রতি তাঁদের একটি কন্যা সন্তান হয়েছে নাম ‘কৃষাভি’। মেয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই, চর্চায় তাদের মেয়ে। তাদের এই পোস্ট দেখে কেউ শুভেচ্ছা জানিয়েছে তো আবার কেউ আবার কটূক্তি করেছেন।

কাঞ্চন- শ্রীময়ী বিয়ের পর থেকেই তাদের নিয়ে নানান ধরেন মন্তব্য শুনছেন তারা। তবে সন্তানের নিয়ে খারাপ কথা শুনতে পারছেন না কাঞ্চন।একটি সাক্ষাৎকারে অভিনেতা বলছেন -‘ আমার দুই সন্তান ওস এই কৃষাভি, দুজনেই আমার খুব আদরের, একজন সদ্য জাত সবে পৃথিবীর আলো দেখেছে।আর একজন শৈশবের মধ্যে দিয়েই যাচ্ছে। আমি আপনাদের কাছে করজোড়ে, নতমস্তকে অনুরোধ করছি যা বলার আমাকে বলুন।ওদের ছেড়ে দিন।’

দীপাবলিতে সময় ২রা নভেম্বর তাদের কোল জুড়ে আসে লক্ষী। সেই আনান্দে কাঞ্চন আত্মহারা হয়ে যান।সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট করেন,এর মাঝে নেট দুনিয়াতে বেশ কিছু মন্তব্য দেখে বলেন – ‘আমাদের নিয়ে তো আপনারা নানা কথা বলছেনই। দয়া করে শিশুগুলিকে ছেড়ে দিন। যারা ফুল ভালোবাসেন যারা,যারা শিশু ভালোবাসেন তাঁরাই আসল মানুষ। দয়া করে ওদের সুস্থ পরিবেশে বাঁচতে দিন।’

 

Scroll to Top