নিজস্ব সংবাদদাতা: সংক্রামক রোগের চিকিৎসার জন্য এবার উত্তরবঙ্গেও একটি আইডি হাসপাতাল তৈরি করা হবে, সোমবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের জবাব দিতে গিয়ে সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়কদের নানাবিধ প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে সরকারের কী পরিকল্পনা, কেন কাজ আটকে আছে, সবটাই ব্যাখ্যা করেছেন তিনি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মমতা। হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করা হলে বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এই প্রসঙ্গেই উত্তরবঙ্গে আইডি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সংক্রামক ব্যাধির চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল বিখ্যাত। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন মানুষ। সংক্রামক রোগের চিকিৎসার জন্য একাধিক উন্নত এবং আধুনিক প্রযুক্তির বন্দোবস্ত এই হাসপাতালটিতে আছে। কোভিড পর্বে বেলেঘাটা আইডি হাসপাতাল হয়ে উঠেছিল রোগীর পরিবারগুলির কাছে অন্যতম ভরসার নাম। এই হাসপাতালকেই প্রথম কোভিড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছিল। পরে সেখানে রোগীদের ভিড়ে হিমশিম খেতে হয়েছিল কর্তৃপক্ষকে। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গু নিয়ে অনেক রোগী ভর্তি। উদ্বেগ জাগাচ্ছে ম্যালেরিয়াও। কিন্তু উত্তরবঙ্গে বেলেঘাটা আইডির মতো কোনও হাসপাতাল না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীদের। মুখ্যমন্ত্রীর ভাবনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে সংক্রামক রোগের চিকিৎসায় অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। উপকৃত হবেন উত্তরবঙ্গের মানুষ।