- শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় পেয়ে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল নিউজিল্যান্ড
চলতি ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় পেয়ে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল নিউজিল্যান্ড। ৫ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। ৯ ম্যাচ খেলে কেন উইলিয়ামসনরা ১০ ম্যাচ পয়েন্ট পেলেন। এই জয়ের ফলে পাকিস্তান ও আফগানিস্তানের উপর চাপ বাড়াল নিউজিল্যান্ড। আফগানিস্তান কার্যত ছিটকে গেল। কারণ, রান রেটে অনেকটা পিছিয়ে আফগানরা। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচে বিশাল ব্যবধানে জয় না পেলে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবেন বাবর আজমরা। পয়েন্ট ও রান রেটে এগিয়ে থাকায় সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা প্রায় নিশ্চিত করে ফেলেছে কিউয়িরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এর ফলে নেট রান রেট বেড়ে গেল। এখন কিউয়িদের রান রেট +০.৯২২। পাকিস্তানের রান রেট +০.০৩৬। আফগানিস্তানের নেট রান রেট -০.৩৩৮। ফলে আফগানদের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা কার্যত অসম্ভব। পাকিস্তানের কাজটাও অত্যন্ত কঠিন হয়ে গেল। এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। চতুর্থ দল হিসেবে কারা সেমি-ফাইনালে জায়গা করে নেবে, সেটা এখনও স্পষ্ট নয়।