৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

High News Digital Desk:
  • শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

কলিঙ্গ সুপার কাপে মূলপর্বের প্রথম দিন কলকাতা বনাম হায়দরাবাদ লড়াইয়ের ফল হল একপেশে। কলকাতার দুই দলই জয় পেল। শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করলেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন। ৮৫ মিনিটে অভিষেক সূর্যবংশী দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় মোহনবাগান সুপার জায়ান্টকে। তা সত্ত্বেও জয় আটকায়নি। প্রথম ম্যাচে কলকাতার দুই দল জয় পাওয়ায় লড়াই জমে গেল। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে প্রথম একাদশের বেশ কয়েকজন নিয়মিত ফুটবলার না থাকায় অস্ট্রেলিয়ার স্ট্রাইকার দিমিত্রিওস পেট্রাটসকে মাঝমাঠে নামিয়ে আনেন মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনিই কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে সবুজ-মেরুনের কোচের ভূমিকা পালন করলেন। অনভ্যস্ত জায়গায় ভালো পারফরম্যান্স দেখালেন পেট্রাটস। হুগো বুমোসও দুর্দান্ত খেললেন। বিদেশিদের পাশাপাশি তরুণ ফুটবলারদের নিয়ে লড়াই করে জয় পেল সবুজ-মেরুন। ২৮ মিনিটে সুমিত রাঠির ভুলে পেনাল্টি পেয়ে যায় শ্রীনিধি ডেকান। গোল করেন উইলিয়াম আলভেজ। ১০ মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৩৯ মিনিটে অভিষেকের শট পোস্টে লেগে ফিরে এলে ফাঁকা গোলে বল ঠেলে দেন কামিংস। প্রথমার্ধে আর গোল হয়নি। ৭০ মিনিটে আশিস রাইয়ের মাইনাস থেকে গোল করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা সাদিকু। রিপ্লে দেখে মনে হয়েছে তিনি অফসাইডে ছিলেন। ভারতীয় ফুটবলে যতদিন না ভিএআর চালু হচ্ছে ততদিন পেনাল্টি, অফসাইড নিয়ে বিতর্ক থাকবেই। তবে বিতর্ক সত্ত্বেও প্রথম ম্যাচে জয় পাওয়ায় স্বস্তিতে সবুজ-মেরুন শিবির। মঙ্গলবার কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্ট-শ্রীনিধি ডেকান ম্যাচে দুর্দান্ত লড়াই হল। নিয়মিত ১০ জন ফুটবলারকে ছাড়াই ভালো পারফরম্যান্স দেখাল সবুজ-মেরুন।

Scroll to Top