দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হল বিজেপি কার্যকর্তা অভিজিত্ দাস ওরফে ববিকে| তিনি সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন| মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা| সেখানে অভিজিত্ দাস অনুপস্থিত ছিলেন| এমনকি তাঁর নেতত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান| বিজেপির কেন্দ্রীয় দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব| তাঁকেও পড়তে হয় বিক্ষোভের মুখে| এনিয়ে অভিজিত্ দাসের কাছে কৈফিয়ত চেয়ে পাঠিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি| উত্তর না মেলা পর্যন্ত দলের যাবতীয় কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে তাঁকে|










