২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

শুক্রবার থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খুলে গেল মিট্টি ক্যাফে

High News Digital Desk:

শুক্রবার থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খুলে গেল মিট্টি ক্যাফে| যার উদ্বোধন করলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়| সঙ্গে ছিলেন অন্যান্য বিচারপতিরাও| এএনআই সূত্রে খবর, এই ক্যাফেটিতে কাজ করছেন বিশেষভাবে সক্ষম কর্মীরা| ক্যাফেটির উদ্বোধনকে কেন্দ্র করে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| বিশেষভাবে সক্ষম মানুষরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন|ক্যাফে, দৃষ্টি প্রতিবন্ধকতা, সেরিব্রাল পালসি, সহ সম্পূর্ণরূপে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত, এই জনসংখ্যার জন্য অন্তর্ভুক্তি প্রচার এবং কর্মসংস্থানের সুযোগ প্রদানের লক্ষ্য| এমনকী তাঁরা সাইন ল্যাঙ্গুয়েজে জাতীয় সঙ্গীতও পরিবেশন করেন| জানা গিয়েছে, মিট্টি ক্যাফেটি চালাচ্ছে একটি এনজিও| যারা সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য কাজ করে|

Scroll to Top