৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস

High News Digital Desk:

শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস:

শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। সময়সূচি অনুযায়ী, সকাল আটটায় ট্রেনটি পটনা জংশন থেকে ছাড়বে৷ দুপুর ২.৩০ মিনিটে ট্রেনটি হাওড়ায় পৌঁছবে৷ আবার হাওড়া থেকে বিকেল ৩.৫৫ মিনিটে ট্রেনটি পটনার উদ্দেশ্যে রওনা দেবে৷ রাত ১০.৩৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে ট্রেনটি৷ হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ৬ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে পাটনা পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। কিন্তু ঠিক কবে থেকে এই বন্দে ভারত যাত্রী নিয়ে ছুটবে, তা এখনও সঠিকভাবে কিছু বলা হয়নি। তবে শোনা যাচ্ছে ১৫ আগস্ট থেকে চালু হতে পারে এই সেমি হাইস্পিড ট্রেনটি। বিহার থেকে এ রাজ্যে প্রবেশের পর বাংলার একটি মাত্র স্টেশনে থামবে ট্রেনটি৷ যাত্রাপথে আসানসোল জংশন স্টেশনে থামবে।  বিহারের আরও বেশ কয়েকটি স্টেশনে থামবে ট্রেনটি৷ নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস৷ পুজোর আগে এই ট্রেন চালু হলে যাত্রীদের পাশাপাশি উপকৃত হবে রেলও। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Scroll to Top