শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ, কারণ সেই একই। অতিরিক্ত মহিলা কামরা বৃদ্ধি। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার শাখার উত্তর রাধানগর স্টেশনে স্থানীয় যাত্রীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলে মগরাহাট স্টেশনেও। সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত চলে রেল অবরোধ। এর ফলে শিয়ালদহের দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সম্প্রতি ট্রেনে সাধারণ কামরার সংখ্যা কমিয়ে সেখানে অতিরিক্ত মহিলা কামরা যোগ করা হয়েছে। অথচ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়নি কিংবা ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়নি বলে অভিযোগ। এর ফলে প্রতি দিন ট্রেনে ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এমনই একগুচ্ছ অভিযোগে ও রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এদিন সকালে উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ চলে। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ উঠে যায়।