ধূপগুড়িতে ফের শিক্ষারত্ন সন্মানে ভূষিত হতে চলেছেন আরো এক সহকারী শিক্ষক। ধূপগুড়ি গোসাইয়েরহাট রাজামোহন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক বরুন রায় এই শিক্ষারত্ন সন্মান তালিকায় স্থান করে নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিষয়ক এই সন্মানে গত ২ বছরে শিক্ষারত্ন হিসেবে ভূষিত হয়েছেন ধূপগুড়ির ৪ শিক্ষক। রাজ্য সরকারের সন্মান ঘোষণার এই চিঠি পাওয়া মাত্রই ধূপগুড়িতে বরুন রায়ের বাড়িতে লক্ষ করা গেল আনন্দ উৎসবের আমেজ।
