পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ১৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে ৮০০ মেগাওয়াট করে দুইটি ইউনিট স্থাপন করা হবে। এর জন্যে ১৬০০ কোটি টাকা ওই প্রকল্প বাবদ ব্যয় ধরা হয়েছে। জে এস ডাব্লু গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দল উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে জানান, এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, (পিপিএ) হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে বলেন, এটি ল্যান্ড মার্ক প্রজেক্ট। পূর্ব ভারতে এর আগে এমন আধুনিক তথা অত্যাধুনিক কোনও বিদ্যুৎ প্রকল্প নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ১৫ হাজার মানুষ কর্মসংস্থান পাবেন। আগামীদিনে ২৩ টি জেলাতেই বিদ্যুতের বাড়তি চাহিদা মোকাবিলায় সক্ষম হবে। শিল্প কারখানা ও গৃহস্থালীর কাজেও বিদ্যুৎ এর অভাব পূরণ করবে এই নতুন প্রকল্প। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ, বাংলার বিপণন দূত সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও বীরবাহা হাঁসদা এবং শ্রীকান্ত মাহাতো ছাড়াও দলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা ও দীনেন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।