১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

‘শর্মিলাদি’কে বার্তা মুখ্যমন্ত্রীর, সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা

High News Digital Desk:

সইফ আলি খান দুষ্কৃতীর ছুরিতে জখম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুরে এক এক্সবার্তায় মমতা লিখেছেন, প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি। আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা পরিবারের পাশে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাতে মুম্বইয়ে সইফ আলি খানের বাড়িতে এক চোর ঢুকে পড়ে। চোরকে দেখে চিৎকার শুরু করেন সইফের বাড়ির কর্মচারীরা। সে সময় ঘুম ভেঙে যায় সইফ আলি খানের। নিজের ঘর থেকে বেরিয়ে সইফ আলি খান চোরের মুখোমুখি পড়ে যান। ধরা পড়ার ভয়ে চোর সইফ আলি খানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হয়েছেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

Scroll to Top