কলকাতা : প্রথমে স্বাস্থ্য সচিব, পরে মুখ্যসচিব| ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ইমেল করার পরেও জট কাটার বিন্দুমাত্র লক্ষণ নেই| স্বাস্থ্য সচিবের ইমেলকে তো সরাসরি অপমানজনক বলে আক্রমণ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা| মুখ্যসচিবের ইমেলেও গলেনি বরফ| চিকিৎসকদের সঙ্গে নবান্নে উচ্চতর প্রশাসনিক বৈঠক, ফলত, এখনও বিশ বাঁও জলে| এবং স্বাস্থ্য ভবনের অদূরে অব্যাহত জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ-অবস্থান| এরই মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মুখ্যসচিবের ইমেলের প্রত্যুত্তর দিয়েছে তাদের একাধিক শর্ত উল্লেখ করে| সেই মেলে আন্দোলনকারীরা তাঁদের ৪টি শর্ত সামনে এনেছেন| প্রথমত, জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল নবান্নে বৈঠকে যাবে, তার সদস্য সংখ্যা কমপক্ষে ৩০ করতে হবে| দ্বিতীয়ত, উভয়পক্ষের স্বচ্ছতা সুনিশ্চিত করতে বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে| তৃতীয়ত, জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৫ দফা দাবির উপরই আলোচনা করতে হবে| চতুর্থত, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হতে হবে বৈঠক|
এই ইমেল পৌঁছনোর পরই অবশ্য আন্দোলনকারীদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য| তাঁর দাবি, ‘সরকার খোলা মনে আলোচনা চেয়েছে| জুনিয়র চিকিৎসকরা শর্ত চাপাচ্ছেন| শর্ত দিয়ে খোলা মনে আলোচনা সম্ভব নয়|’
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা অবশ্য খোলা মনে আলোচনার সঙ্গে তাঁদের কাঙ্ক্ষিত ৪টি পয়েন্টের কোনও বিরোধ দেখছেন না| বৈঠকে তাঁরাও আগ্রহী| তবে নিজেদের প্রস্তাবিত পয়েন্ট থেকে পিছ-পা হতে সম্মত নন|
বৃহস্পতিবারও স্বাস্থ্য ভবনের অদূরে অব্যাহত অবস্থান বিক্ষোভ| আবহাওয়া যদিও মাঝে মাঝেই বিরূপ হচ্ছে| তবু বৃষ্টিবাদল উপেক্ষা করে, দিনরাত প্রতিবাদে অনড় জুনিয়র ডাক্তাররা| তাঁদের স্লোগানে গলা মেলাচ্ছেন পথ-চলতি সাধারণ মানুষও| অবস্থান-বিক্ষোভেও অংশ নিচ্ছেন তাঁরা| আন্দোলনকারীদের সাহায্যার্থে খাদ্য, পানীয় জল ইত্যাদির ব্যবস্থা করছে বিভিন্ন সংস্থা, বহু প্রতিষ্ঠান, এমনকী দূরের-কাছের সমমনস্ক, শুভানুধ্যায়ী ও সহমর্মী রাজ্যবাসী|