১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

শনিতেও বৃষ্টি, দক্ষিণবঙ্গে জল থই-থই পরিস্থিতি, পূর্বাভাসে বাড়ছে দুশ্চিন্তা

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা :  শুরু হয়েছে বুধবার রাত থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছেই। সপ্তাহের শেষেও জারি থাকবে দুর্ভোগ। উত্তর বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে। ঘূর্ণাবর্তের কারণে উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় পরিবেশ আর্দ্র থাকবে। বজায় থাকবে অস্বস্তি।

নিম্নচাপের জেরে ত্রিপুরা ও বাংলাদেশে প্রবল বৃষ্টি হয়েছে এরই মধ্যে। পরিস্থিতি রীতিমতো আশঙ্কাজনক। জলমগ্ন দশা সর্বত্র! পাওয়া গিয়েছে বহু মৃত্যুর খবরও। এই অবস্থায় দক্ষিণবঙ্গে টানা ভারি বৃষ্টির পূর্বাভাস যেন অশনি-সংকেত। দুশ্চিন্তা ও আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে।

Scroll to Top