৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ল্যান্ডার ‘বিক্রম’ থেকে কীভাবে চন্দ্রপৃষ্ঠে নামল রোভার ‘প্রজ্ঞান’? ভিডিও প্রকাশ ইসরোর

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : ২৩ আগস্ট মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নয়া অধ্যায় সূচনা করেছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের অন্ধকারাচ্ছন্ন পিঠে অবতরণ করেছে। চার বছর আগে চন্দ্রযান ২-এর ব্যর্থতা সম্পূর্ণ ভুলে উপগ্রহের মাটিতে জয়পতাকা তুলে ধরেছে ভারত। বিজ্ঞানীদের সমস্ত অঙ্ক নিখুঁত প্রমাণ করে নিরাপদেই ল্যান্ডার ‘বিক্রম’ অবতরণ করেছে। তার শরীর থেকে এবার পৃথক হয়ে রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে ১৪ দিন ধরে। ছাপ রাখবে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের।

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর একের পর এক ছবি, ভিডিও পাঠিয়ে যাচ্ছে ল্যান্ডার ‘বিক্রম’। তার শরীর থেকে কীভাবে চন্দ্রপৃষ্ঠের মাটি ছুঁল রোভার ‘প্রজ্ঞান’, শুক্রবার সকালে সেই ভিডিও এল ইসরোর কন্ট্রোল রুমে। X প্ল্যাটফর্মে তা আপলোড করেছে ইসরো। মাত্র ২৬ সেকেন্ডের ভিডিওটি যথেষ্ট আকর্ষণীয়। বিক্রমের শরীর থেকে একটি ঢালু পাটাতন দিয়ে নেমে এসেছে ‘প্রজ্ঞান’।

চন্দ্রপৃষ্ঠে নামার পর থেকেই কাজ শুরু করেছে ল্যান্ডার ‘বিক্রম’। নানা ছবি, ভিডিও ছবি পাঠাচ্ছে। এখনও পর্যন্ত তিন দফায় ভিডিও পাঠিয়েছে বিক্রম। ইসরোও দফায় দফায় সেই ভিডিও প্রকাশ করেছে। সাম্প্রতিকতম ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোভার প্রজ্ঞান একটি ঢালু পাটাতন দিয়ে ধীরে ধীরে নেমেছে চাঁদের পিঠে। এবার তার কাজ শুরু হবে। চাঁদের কুমেরুর প্রকৃতি, সেখানকার খনিজ ভাণ্ডার খুঁজে বের করবে প্রজ্ঞান। ২৫ সেকেন্ডের ভিডিওটি তার অবতরণের।

Scroll to Top