৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

লোকসভার স্পিকার পদে কাঁটা মাড়িয়েই শেষ হাসি!

High News Digital Desk:

লোকসভার স্পিকার পদ নিয়ে অদ্ভত পরিস্থিতি! এনডিএ-র তরফে বিজেপি ওই পদে এরই মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ওম বিড়লা| উলটো দিকে ইনডিয়া জোট থেকেও কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী হিসেবে তলে ধরা হচ্ছে| ফলে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে লোকসভার স্পিকার পদ নিয়ে ভোটাভটি প্রায় অবধারিত হয়ে উঠেছে| দেশে আগে এই পদের ক্ষেত্রে এমনটা কখনও ঘটেনি| এযাবত্ লোকসভার স্পিকার পদে যিনিই প্রার্থী হন, শাসক-বিরোধী নির্বিশেষে সর্বসম্মতির ব্যতিক্রম ঘটেনি| কিন্তু এবার তেমনটাই ঘটতে চলেছে বলে দিল্লির গতিবিধিতে আভাস|
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লার পথ মসৃণ করতে সোমবার থেকেই সক্রিয় খোদ রাজনাথ সিং| কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে তিনি একপ্রস্থ আলোচনা সারেন| সেই নিয়ে তণমূল, সপা সহ সমস্ত শরিকদের সঙ্গে পরামর্শ করে কংগ্রেস| এরপরই ডেপুটি স্পিকারের পদটি বিরোধী ব্লকের জন্য ছাড়ার শর্তে ওম বিড়লাকে স্পিকার হিসেবে মেনে নিতে ইনডিয়া ব্লকের আপত্তি থাকবে না বলে রাজনাথকে জানান খাড়্গে| একই সুরে গলা মেলান রাহুল গান্ধিও| এই প্রতি-প্রস্তাব পেয়ে কার‌্যত গুটিয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী| এবং এনডিএ শিবির সাময়িক স্তব্ধতায় চলে যায়| তারপর মঙ্গলবার কংগ্রেসের সঙ্গে আর কোনও আলোচনার ফুরসত না রেখে, সোজাসুজি স্পিকার পদে ওম বিড়লার নাম ঘোষণা করে দেয় তারা| এতে স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেস| হাত গুটিয়ে বসে না থেকে তারাও বিনা কালক্ষেপে ওই পদে পাল্টা প্রার্থী হিসেবে কোদিকুন্নিল সুরেশের নাম ঘোষণা করে দেয়| ব্যাপার যখন বেনজির ভোটাভটির দিকে এগোচ্ছে, ঠিক তখনই আবার আরেক টইস্ট| তণমূলের তরফে কে সুরেশকে নিয়ে আপত্তি তলে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে সূত্র-সংবাদ| এর মধ্যে এই নিয়ে দিল্লিতে অভিষেকের নেতত্বে বৈঠকেও বসে তণমূল| তাদের বেঁকে বসার কারণ, কংগ্রেস নাকি শেষমেশ শরিকদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই বিরোধী ব্লকের প্রার্থী করেছে কে সুরেশকে|
অর্থাত্, পরিস্থিতি জটিল| এবং তা জটিলতর হওয়ার দিকে এগোচ্ছে| ভোটাভটি হলেও সংখ্যার নিরিখে ওম বিড়লাই হয়ত শেষ হাসি হাসবেন| তবে তাতে যে অভতপূর্ব দ্বন্দ্ব তৈরি হবে সংসদের নিম্নকক্ষে, তা ভবিষ্যত্ অধিবেশনগুলির পক্ষে আদৌ স্বাস্থ্যকর হবে কি? এই দ্বান্দ্বিক আবহে ডেপুটি স্পিকার পদের মীমাংসাও যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হবে না, তাও তো প্রায় নিশ্চিত হয়ে গেল| নয় কি? ভাবিত রাজনৈতিক মহল|

Scroll to Top