৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

লোকসভায় পাস ওয়াকফ সংশোধনী বিল, পক্ষে ভোট ২৮৮

High News Digital Desk:

দীর্ঘ আলোচনা-বিতর্কপর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। এই নিয়ে বুধবার সারা দিন সরগরম ছিল লোকসভা। বিলের বিরোধিতা করে সরব হয়েছেন বিরোধীরা। তবে শেষমেশ রাতে বিলটি পাস হয় লোকসভায়। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দিয়েছেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়েছে ৫২০।

লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে বিলটি ভোটাভুটির মাধ্যমে পাস করানো হয়েছে। রাজ্যসভায় এই বিল পেশ হবে বৃহস্পতিবার। লোকসভার মতো রাজ্যসভাতেও বিলটি সহজেই পাস হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top