মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান বিজেপির| বেশ কিছুক্ষণ বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান| বিজেপির অভিযোগ, গত লোকসভা ভোটে ৩১ নম্বর পুরসভা এলাকায় ৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি| উপনির্বাচনে সেখানে হারের ভয়ে ভোট লুঠ করছে তৃণমূল|
প্রশ্ন হল, ভোট লুঠ হয়ে থাকলে পুলিশের কী ভমিকা ছিল? বিজেপির অভিযোগ, পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল|চোখের সামনে ছাপ্পা ভোট দেখেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ| অভিযোগ গেরুয়া শিবিরের| বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে পর্যন্ত হেনস্থার শিকার হয়েছেন| অথচ পুলিশকে জানানো সত্ত্বেও তারা তত্পর হয়নি| এইসব অভিযোগে ক্ষুব্ধ বিজেপির নেতা-কর্মীরা| ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা|
থানার সামনে বিজেপির এই অবস্থান কর্মসূচিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল| তাদের গতানুগতিক সাফাই, হার নিশ্চিত জেনেই হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে গেরুয়া শিবির| থানা ঘেরাও বস্তুত দৃষ্টি আকর্ষণের চেষ্টা| এতে কোনও লাভ হবে না বলে কটাক্ষ করেছে তণমূল|
ভয়ো ভোটার ধরা পড়ায় অবশ্য মানিকতলার ভবতারণ সরকার বিদ্যালয়ের ৱুথে হইচই বাধে এদিন| ধরা পড়ে গিয়ে অভিযুক্ত যুবক নিজেই স্বীকার করে, তাকে তণমূলের তরফে ছাপ্পা দিতে পাঠানো হয়েছিল| ওই যুবকের সঙ্গে কোনওরকম যোগ নেই| ভয়ো ভোটারের ঘটনায় দাবি করেছে তণমূল| মানিকতলা বিধানসভা কেন্দ্রের তণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন| তাঁর দাবি, কোথাও কোনও ভোট লুঠের ঘটনা ঘটেনি| নির্বাচন হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ|







