৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

লিগামেন্ট ছিঁড়েছে হার্দিক পাণ্ডিয়ার, ফলে বিশ্বকাপ থেকেই খুব সম্ভবত ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

High News Digital Desk:
  • লিগামেন্ট ছিঁড়েছে হার্দিক পাণ্ডিয়ার, ফলে বিশ্বকাপ থেকেই খুব সম্ভবত ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

লিগামেন্ট ছিঁড়েছে হার্দিক পাণ্ডিয়ার । ফলে বিশ্বকাপ থেকেই খুব সম্ভবত ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার। সূত্রের খবর, চোট সারতেই কম করে দুই সপ্তাহ সময় লাগবে হার্দিকের। তার পরে রিহ্যাব করে মাঠে নামতে আরও দেরি হবে বলেই সূত্রের খবর। ওয়াকিবহাল মহলের মতে, হার্দিককে দ্রুত মাঠে ফেরাতে চায় ভারতীয় দল । কিন্তু চোটের কারণে পাণ্ডিয়াকে বাইরে রেখেই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে হতে পারে রোহিত ব্রিগেডকে। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত হার্দিককে এনসিএ থেকে ছাড়া হবে না বলেই সূত্রের খবর। আপাতত সেখানেই রয়েছেন হার্দিক। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন অলরাউন্ডার। কিন্তু দুই সপ্তাহ পরে বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবে। সেই সময়ে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলা বাকি থাকবে টিম ইন্ডিয়ার। তার পরেই সেমিফাইনাল। ফলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে হার্দিকের খেলার কোনও সম্ভাবনাই নেই। শ্রীলঙ্কা ম্যাচেও মাঠে ফিরতে পারবেন না তিনি। ফলে ধরে নেওয়াই যায়, হার্দিককে ছাড়াই বিশ্বকাপ জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে রোহিতদের। তবে এখনই সরকারিভাবে হার্দিককে নিয়ে কোনও সিদ্ধান্ত জানাবে না বিসিসিআই। জানা গিয়েছে, আগামী সপ্তাহে হার্দিকের চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। এখনই হার্দিকের পরিবর্ত হিসাবে কারোওর নাম ঘোষণা করা হবে না। শোনা যাচ্ছে, বিশ্বকাপ খেলতে না পারার খবর পেয়ে মুষড়ে পড়েছেন হার্দিক। প্রয়োজনে ইঞ্জেকশন নিয়ে হলেও মাঠে নামতে চান তিনি। 

Scroll to Top