৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

লিওনেল মেসির অভিষেক ম্যাচে ফ্রি কিক থেকে করা গোলে ম্যাচ জিতল ইন্টার মায়ামি

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  আমেরিকার মেজর সকার লিগ ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে কবে মাঠে নামবেন লিওনেল মেসি, তা নিয়ে সমর্থকদের যেন উন্মাদনার পারদ চড়ছিলই। মেসিকে দেখার জন্য চাঁদের হাট বসেছিল গ্যালারিতে।অভিষেক ম্যাচের আগে ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, খেলার জন্য ফিট মেসি। কিন্তু শুরু থেকেই তাঁকে খেলানো হবে কিনা সেই ব্যাপারে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রথমার্ধে মেসি বসে ছিলেন রিজার্ভ বেঞ্চে। ৪৪ মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। দলের গোল উদযাপন রিজার্ভ বেঞ্চে বসেই করেন তিনি। নামলেন দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে।   ইন্টার মায়ামি গোল হজম করে মেসি নামার পরই। ৬৫ মিনিটে ক্রুজ আজুলের হয়ে সমতা ফেরান উরিয়েল আনতুনা। পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পেলে লিওনেল মেসির বাঁ পা কথা বলবেই বলবে খেলার বয়স যেমনই হোক না কেন। আর নেমেই ম্যাজিক দেখানো শুরু। অবশেষে বাঁশি বাজার কিছুক্ষণ আগে দুরন্ত ফ্রি-কিকে চেনা মেসি।বহু পরিচিত সেই ফ্রি কিক জড়িয়ে গেল জালে। লিওনেল মেসির ওই শেষ মুহূর্তের ফ্রি কিক থেকে করা গোলে ম্যাচ জিতল ইন্টার মায়ামি।

Scroll to Top