৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

লাটে উঠবে মৌমাছি চাষ?

High News Digital Desk:

ছোট চাক পোকা। ইংরেজিতে যাকে বলে স্মল হাইভ বিটল (Small Hive Beetle)। বিজ্ঞানসম্মত নাম এথিনা টুমিডা (Aethina Tumida)। ভারতে, বিশেষত বাংলায়, মৌমাছি প্রতিপালনে এক ভয়ঙ্কর ভিলেনে পরিণত হয়েছে এই বিশেষ পোকার দঙ্গল। এদের উপদ্রবে চরম যা ক্ষতি হওয়ার, তা তো হচ্ছে; অনেকে নাজেহাল হয়ে হাতই গুটিয়ে নিচ্ছেন মৌমাছি চাষ থেকে।

এতটা হতাশার মধ্যেও অবশ্য আশার কথা আছে। ছোট চাক পোকার আক্রমণ থেকে মুক্তি দিতে গবেষণা করেছেন কৃষি বিজ্ঞানীরা। তবে সমাধান সূত্র এখনও অধরা। আপাতত বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে স্মল হাইভ বিটলের হানা প্রতিরোধের উপর বেশি জোর দিচ্ছেন গবেষকরা।

মৌমাছি প্রতিপালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন ক’রে দেশের যুবসমাজের একাংশ আত্মনির্ভর হয়েছে। সারা বিশ্বে ভারত বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গ, মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারির রাজ্যগুলির মধ্যে পড়ে। জঙ্গলে মধু সংগ্রহ সুন্দরবন অঞ্চলে প্রান্তিক মানুষদের একটি গুরুত্বপূর্ণ পেশা। এছাড়াও এরাজ্যে অন্তত ১৫ হাজার মৌমাছি-পালক রয়েছেন, যাঁরা প্রধানত ইওরোপীয় মৌমাছি এপিস মেলিফেরা (Apis Mellifera) অথবা ভারতীয় মৌমাছি এপিস সেরানা (Apis Cerana) প্রতিপালন করেন। এখানে ১০০টি এপিস মেলিফেরা কলোনি থেকে বছরে ৩-৫ লক্ষ টাকা রোজগার করা সম্ভব। তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

সেই জনপ্রিয় জীবিকাই এখন চাক পোকার হানায় চ্যালেঞ্জের মুখে। মনে রাখা দরকার, মৌমাছি পালন কেবল জীবিকাতেই দিশা দেখিয়েছে, এমন নয়। বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে পরাগমিলনেও পালিত মৌমাছির ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এছাড়া জীববৈচিত্র্য রক্ষায় মৌমাছির অবদান তো আছেই। স্মল হাইভ বিটলের দাপট সে’সবই চৌপাট করে দিতে চলেছে, বলা যায়।

অর্থাৎ, সমস্যা গুরুতর। দেশের বিভিন্ন প্রান্তে চলছে গবেষণা। বাংলায় নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছোট চাক পোকাকে জব্দ করার উপায় খুঁজছেন। মৌমাছি পালকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন তাঁরা।

Scroll to Top