৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

লক্ষাধিক টাকায় তৈরি কর্মতীর্থ অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে ঝাড়গ্রামে

High News Digital Desk:

লক্ষাধিক টাকায় তৈরি কর্মতীর্থ অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে ঝাড়গ্রামে : 

নিজস্ব সংবাদদাতা: লক্ষ-লক্ষ টাকা দিয়ে তৈরি জেলার কর্মতীর্থগুলি সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে| পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহু-মূল্যবান সামগ্রী| আগাছায়, জঞ্জালে ঢাকা পড়ছে দিনের পর দিন| রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের মাধ্যমে তৈরি হয়েছিল এই কর্মতীর্থগুলি, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হতো| কিন্তু বাস্তবে দেখা গেল, কয়েক বছর আগে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় লক্ষ-লক্ষ টাকা দিয়ে তৈরি কর্মতীর্থগুলি আদৌও কোনও কাজে আসেনি| পড়ে পড়ে নষ্ট হচ্ছে কর্মতীর্থগুলি, জমছে আগাছা, রাত্রি হলে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হচ্ছে| বাড়ছে উত্পাত, কাঁচ ভাঙছে, চুরি হচ্ছে নানান জিনিসপত্র| যার ফলে ওই কর্মতীর্থগুলি তৈরির উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে| বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সহ-সভাপতি দেবাশীষ কুণ্ডু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের টাকায় ওই কর্মক্ষেত্রগুলি তৈরি করা হয়েছে| কেবলমাত্র কাটমানি খাওয়ার জন্য কর্মতীর্থগুলি তৈরি করা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি| গ্রাম থেকে অনেক দূরে কর্মতীর্থগুলি করা হয়েছে, যেখানে মানুষের সঙ্গে কর্মতীর্থগুলির কোনও সম্পর্কই নেই| জঙ্গলে ঘেরা এলাকায় গড়ে ওঠা কর্মতীর্থগুলি এখন সমাজবিরোধীদের আস্তানায় পরিণত হয়েছে| যাঁদের জন্য তৈরি করা হয়েছে, তাঁদের কোনও কাজেই তা লাগে না| তাই ওই কর্মতীর্থগুলি এখনও চালু করা হয়নি| যার ফলে কর্মতীর্থগুলি নষ্ট হতে বসেছে| এর জন্য তিনি তৃণমূল-কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকেই দায়ী করেছেন| তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি রেখা সরেনের দাবি, যেসব এলাকায় কর্মতীর্থগুলি তৈরি করা হয়েছে, সেই এলাকাগুলি জঙ্গলমহল অধু্যষিত এলাকা| রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও প্রশাসনের একশ্রেণীর কর্মীর উদাসীনতার জন্য ওই কর্মতীর্থগুলি আজও চালু হয়নি| যার ফলে সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠছে কর্মতীর্থগুলি|

Scroll to Top