রেলব্রিজ দিয়ে লাইন পারাপার করতে গিয়ে বিপত্তি। ভয়ে বেকায়দায় নীচে পড়ে গেলেন মহিলা। পিলারে লেগে মাথা ফেটে যায় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনা দক্ষিণদাঁড়ির। শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে লেকটাউন দক্ষিণদাঁড়ির কাছে।
জানা গিয়েছে, এ দিন সকালে রেললাইন ধরে হেঁটে একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলেন ওই মহিলা। হঠাৎ পিছন থেকে শুনতে পান ট্রেনের হর্ন। ভয় পেয়ে তাড়াতাড়ি করে প্রাণে বাঁচাতে লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। রেল ব্রিজের লোহার পিলারে লেগে তাঁর মাথা ফেটে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আধঘণ্টা পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।









