৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

রুরাল লাইব্রেরীয়ান নিয়োগের লিখিত পরীক্ষা হল কোচবিহারে

High News Digital Desk:

রুরাল লাইব্রেরীয়ান নিয়োগের লিখিত পরীক্ষা হল কোচবিহারে :-

বিভিন্ন রুরাল লাইব্রেরীর শূন্যস্থান পূরণের জন্য নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষা হল কোচবিহারে। রবিবার কোচবিহারের বিভিন্ন স্কুল কলেজে ৫৭৪ জন চাকুরী প্রার্থী এই শূন্য পদের জন্য পরীক্ষা দেয়। এদিন পরীক্ষা হলে ঢোকার মুখে বেশ জোরদার পুলিশি নিরাপত্তা দেখা গেল।

লাইব্রেরী নিয়ে কোচবিহারে বেশ কয়েক বছর যাবৎ নানা রকম সমস্যার কথা উঠে আসছিল নানান স্তর থেকে। তাতে সদস্য সংখ্যা কমের কথা যেরকম ছিল সে রকমই লাইব্রেরিয়ান এর সংখ্যাও ছিল অপর্যাপ্ত । পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে কোচবিহারে ৩৪ টি শূন্য পদের জন্য লোকাল লাইব্রেরী অথরিটি থেকে এপ্রিল মাসে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে কয়েক হাজার প্রার্থী আবেদন করেছিল। তাদের মধ্যে স্ক্রুটিনি করে ৯৮৭ জন আবেদনকারী এডমিট কার্ড পেয়েছিল। মাঝে পঞ্চায়েত ইলেকশনের জন্য পরীক্ষা নেওয়ার দিন পিছিয়ে যায়। অবশেষে রবিবার এই পরীক্ষা দিতে পেরে খুশি আবেদনকারীরা।

প্রশাসন সূত্রে খবর, নিয়োগে স্বচ্ছতা আনতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। লাইব্রেরীয়ানদের জন্য এই পরীক্ষায় এবিসিডি করে পাঁচটি প্রশ্নের সেট রয়েছে। জানা গিয়েছে পরীক্ষার দিনই খাতা দেখার কাজ শেষ হয়ে যাবে। এরপর ৩ অক্টোবর উত্তীর্ণ প্রার্থীদের একটি কম্পিউটার টেস্ট হবে। পুজোর পর এরা ইন্টারভিউ এর ডেট পাবে। এরপর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সবকিছু দেখার পরই চূড়ান্ত পর্যায়ে নিয়োগপত্র দেওয়া হবে। জানা গিয়েছে, নভেম্বরের মধ্যে নিয়োগপত্র হাতে পেয়ে যাবে উত্তীর্ণ প্রার্থীরা। লাইব্রেরীয়ান নিয়োগের ফাঁকা আসনের জন্য আবেদনকারীদের মধ্যে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের সুবিধার জন্য রাইটার নেওয়ারও ব্যবস্থা ছিল।

Scroll to Top