কলকাতার রুবির কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। দেহের পাশ থেকে একটি স্কুটারও উদ্ধার করা হয়েছে। যুবকের মৃত্যু কীভাবে হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবকের নাম ও পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।










