৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

রিয়ালকে হারালো লিভারপুল, জয় পেল পরপর পাঁচ ম্যাচে

High News Digital Desk:

রিয়ালের বিরুদ্ধে জয় পেল লিভারপুল। বুধবার রাতে অ্যান্ডফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারালো লিভারপুল। আর এই জয় এলো তাদের ১৫ বছর পর। ম্যাচে আধিপত্য ছিল লিভারপুলের। তবে প্রথম হাফে গোল পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কনর ব্র্যাডলির পাস থেকে গোল করেন অ্যালিস্টার।

৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। পেনাল্টি থেকে এমবাপ্পের দুর্বল স্পট-কিক আটকে দেন আইরিশ গোলরক্ষক কেলেহার। এদিকে ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি থেকে গোল করছে ব্যর্থ হয়। বল বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড সালাহ। তবে ৭৬তম মিনিটে ২-০ করেন লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। রবার্টসনের ক্রসে হেডে গোল করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরসুমে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেল লিভারপুল, সেই সঙ্গে পৌঁছে গেল টেবিলের শীর্ষস্থানে । এদিকে ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম স্থানে রিয়াল মাদ্রিদ।

Scroll to Top