৭২ ঘণ্টা পার| সোমবার অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তার পর থেকে পুলিশ প্রশাসনের তত্পরতায় চলছে ৱুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান| তবে বৃহস্পতিবার নবান্নে রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, যাঁদের উচ্ছেদ করা হয়েছে, তাঁরা যদি স্থানীয় এবং গরিব হন, তাহলে তাঁদের সাহায্য করা হবে| তার জন্য পুলিশকে আজ থেকেই সার্ভে করতে হবে| তাঁর মতে, কোনওভাবেই বেআইনি দখল চলবে না| কারণ, বেআইনি দখলের জন্য কলকাতার আইডেনটিটি নষ্ট হয়ে গিয়েছে| সল্টলেকের আইডেনটিটিও নষ্ট হয়ে গিয়েছে| পাশের জেলা হাওড়ায় দেখবার কেউ নেই| যে যা পারছে, লুটে নিচ্ছে| যেন মনে হচ্ছে লুঠ করাও অধিকার| এদিন অবৈধ দখলদার নিয়ে নিজের দলের প্রশাসনিক আধিকারিকদের ফের তোপ দাগেন মমতা| পাশাপাশি তিনি এদিন হকার জোন তৈরির জন্য ৩ মাস সময় বেঁধে দিলেন| তবে সোমবারের মতোই বৃহস্পতিবারও তাঁর নিশানায় ছিল পুরসভার কাউন্সিলর ও পুলিশ| তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হুংকার, লোভ সংবরণ করুন| না হলে আইনি ভাবে পদক্ষেপ নেওয়া হবে| নজির হিসেবে শিলিগুড়ির ফুলবাড়ি ডাবগ্রামের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের প্রসঙ্গ তোলেন মমতা| জমি লুঠের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ|









