অবশেষে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা? ওয়েনাড থেকে তিনি উপনির্বাচনে লড়বেন| বোনের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দাদারাহুল|
সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার প্রবেশ নিয়ে জল্পনা ছিলই| দাদার হয়ে প্রচার বাকংগ্রেসের কর্মসূচি বারবার গুরুত্বপূর্ণ ভমিকায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে| তবে ভোটে লড়েননি| কংগ্রেসের অভ্যন্তরে দাবি উঠেছে, ভোটে লড়ুক প্রিয়াঙ্কা| তাতে বরাবরই অনিচ্ছা প্রকাশ করেছেন সোনিয়া-কন্যা| কিন্তু এবার তিনি লড়তে রাজি হয়েছেন কেরলের ওয়েনাড থেকে| ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আড়াই লক্ষের বেশি ভোটে জিতেছেন রাহুল গান্ধী| যেহেত তিনি ওয়েনাডের পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বরেলি থেকেও জিতেছেন, তাই একটিা কেন্দ্র ছাড়তে হবে তাঁকে| সেক্ষেত্রে রায়বরেলিকে বেছে নিয়ে ওয়েনাডে বোন প্রিয়াঙ্কাকে এগিয়ে দিলেন রাহুল| প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, ভোটে জিতে আপ্রাণ চেষ্টা করবেন ওয়েনাডবাসীকে খুশি রাখার| প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে|
ওয়েনাড নিয়ে অবশ্য ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরে একটা টানাপোড়েন আছে| কেন্দ্রটিতে প্রার্থী দিয়েছিল সিপিআই| কংগ্রেসের কাছে তাদের আর্জি ছিল আসন সমঝোতার| কিন্তু তা ঘটেনি| রাহুলের পর, এবার উপনির্বাচনে প্রিয়াঙ্কা লড়লে, ইন্ডিয়া ব্লকের স্পিরিট ফের ধাক্কা খাবে| আবার প্রিয়াঙ্কা জিতলে, সংসদে খাড়্গেরা তো শক্তিশালী হবেই, উপরন্তু ইন্দিরার ছায়ায় তাঁর পৌত্রীর সৌজন্যে কংগ্রেসের কাছে সম্ভাবনাময় হয়ে উঠবে নতন এক ভবিষ্যত্|
