২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

রাস্তা দখল করেছে পুরসভা!

High News Digital Desk:

রাস্তা দখল করেছে খোদ পুরসভা| পার্কিংয়ের অনুমতি দিয়ে চলছে দেদার টাকা তোলা| অভিযোগ মালদার ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে|
প্রদীপের নিচেই অন্ধকার| অন্তত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে ওঠা অভিযোগের বহর দেখলে তেমনটাই মনে হবে| রাস্তার ধারে অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে পার্কিং জোন| সারাক্ষণ সারি দিয়ে দাঁড় করানো সাইকেল, বাইক, চারচাকা| রাস্তায় হাঁটা দায়| সমস্যায় জনসাধারণ| কিন্তু কিছ বলার উপায় নেই| কারণ জায়গাটিকে নাকি পার্কিং জোন হিসেবে অনুমোদন করেছে খোদ ইংরেজবাজার পুরসভা| গাড়ি রাখলেই পুরসভার ঠিক করে দেওয়া হারে চোকাতে হয় মূল্য| এবং পার্কিং দেখভাল করার বিনিময়ে কমিশন জোটে এলাকারই বেশ কয়েকজনের, বলছেন স্থানীয়রা|
এনিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সাফাই, মালদা ছোটো শহর| বোঝাপড়ার মাধ্যমে কিছটা ব্যবস্থা তো করে নিতেই হয়| তবে এই ধরনের কাজে দায়িত্বে থাকার কথা দেশের সামরিক বিভাগ থেকে অবসরপ্রাপ্তদের| সেখানে কোনওরকম দুর্নীতি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ| পাশাপাশি, পুরো অভিযোগই খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি|
পইপই করে অবৈধ পার্কিং বন্ধ করতে বলেছেন মুখ্যমন্ত্রী| তাঁর সেই বার্তাকে কটাক্ষ করেছেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি| তাঁর অভিযোগ, যারা টাকা তোলে, তারা সবাই তণমূলের লোক| বাস্তবে মুখ্যমন্ত্রীর কথার কোনও প্রায়োগিক দিক নেই| সবটাই লোক দেখানো|
মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঠে নেমে অতিসক্রিয় বিশেষত তণমূল-পরিচালিত পুরসভাগুলি| সক্রিয় প্রশাসনিক আধিকারিকরা| সেক্ষেত্রে ইংরেজবাজার পুরসভার ভমিকা কী হবে? কোনও আড়াল-আবডাল নয়, এক্ষেত্রে প্রকাশ্য অভিযোগ যে খোদ পুরসভারই বিরুদ্ধে!

Scroll to Top