ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা।” শুক্রবার সকালে এভাবে এক্সবার্তায় তাঁকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “তিনি দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুখী হোন। জাতির সেবায় নিষ্ঠা ও একাগ্রতার সাথে এগিয়ে যান।”
প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু (জন্ম: ২০ জুন ১৯৫৮) হলেন প্রাক্তন শিক্ষক। তিনি ২০২২ সাল থেকে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি এবং স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি। একই সাথে তিনি প্রথম তফসিলি উপজাতির অন্তর্গত, যিনি ভারতের রাষ্ট্রপতির পদে মনোনীত হয়েছেন।