২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

রাশিয়ার পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ,নিহত ২৭, আহত ১০০

High News Digital Desk:

রাশিয়ার পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ,নিহত ২৭, আহত ১০০ :

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল রাশিয়া| এই ঘটনায় এখনও পর‌্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন| এবং আহত ১০০ জন| বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ| প্রজাতন্ত্রের রাজধানী মাখাচকালায় সোমবার রাতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে| জানা যায়, কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এই শহরে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দাগেস্তানে একটি গ্যাসস্টেশনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়| এতে ২৭ জন নিহত হয়| যাদের মধ্যে ৩টি শিশুও ছিল ও ১০০ জনের বেশি আহত হয়|

প্রসঙ্গত, রাশিয়ার এই দাগেস্তান অঞ্চলে সন্ত্রাসবাদী কার‌্যকলাপ চলে| তাই এই দুর্ঘটনার পিছনে সন্ত্রাসবাদীদের হাত থাকতে পারে বলেও মনে করছেন অনেকে| তবে এটি নিছকই দুর্ঘটনা না কি কোনও হামলা তা নিয়ে তৈরি রয়েছে ধোঁয়াশা| একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, পেট্রোল স্টেশনের বিপরীতে অবস্থিত গাড়ি পার্কিং লট থেকে আগুনের সূত্রপাত হয়|
তিনি বলেন, বিস্ফোরণের পরে সব কিছু এসে আমাদের মাথার ওপর পড়তে শুরু করে| আমরা আর কিছু দেখতে পারিনি| রুশ তদন্ত কমিটি সূত্রে খবর, গাড়ি মেরামতের কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয় এবং এরপর একটি বিস্ফোরণ ঘটে| তবে দুর্ঘটনাস্থলে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে বলেও জানা যায়|

এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হন দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকোভ| তিনি বলেন, কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও পরিষ্কার নয়| ঘটনার তদন্ত করা হচ্ছে| অন্যদিকে, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আহতদের দ্রুত চিকিত্সার জন্য যা যা করণীয় তা করা হবে|

Scroll to Top