৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

রাতের কলকাতায় বেপরোয়া গাড়ি, অবশেষে গ্রেফতার চালক

High News Digital Desk:

ফের রাতের শহরে বেপরোয়া বিলাসবহুল গাড়ির দৌরাত্ম্য| পুলিশের তাড়া খেয়ে ফুটপাতেই দ্রুত গতিতে দৌড়ল গাড়ি! জখম হলেন একাধিক পথচারী| পরপর সিগন্যাল ভেঙে নাকা চেকিংয়ে পুলিশকেও ধাক্কা| অবশেষে লোহার বিমে ধাক্কা| গ্রেফতার চালক|
ঘটনা বুধবার মধ্যরাতের| ঘটনাস্থল শেক্সপিয়ার সরণি থানা এলাকা|
ঘটনাক্রম:

  • অ্যালেন পার্কের সামনে ক্যামাক স্ট্রিট ধরে তীব্র বেগে ধেয়ে এলো গাড়ি
  • ক্যামাক স্ট্রিট ও মিডিলটন রোডের ক্রসিংয়ে নাকা চেকিং
  • নাকা চেকিং হচ্ছে দেখে গতি বাড়িয়ে বরদান মার্কেটের দিকে ছটল গাড়ি
  • ওয়াকি টকিতে পরবর্তী সিগন্যালে খবর দিলেন ট্রাফিক গার্ড
  • বরদান মার্কেটের সামনে প্রস্তুত পরবর্তী নাকা চেকিং পয়েন্ট
  • গাড়ি আটকানোর চেষ্টা করলেন ১ সার্জেন্ট ও ১ট্রাফিক হোমগার্ড
  • কর্তব্যরত সার্জেন্ট ও হোমগার্ডকে ধাক্কা মেরে থিয়েটার রোড ধরল বেপরোয়া গাড়ি
  • সিগন্যাল কন্ট্রোল বিভাগ লাল করে দিল ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোডের সব সিগন্যাল
  • সামনে লাল সিগন্যালে আটকে থাকা গাড়ির সারি, বেকায়দায় মত্ত চালক
  • রাস্তা ছেড়ে ফুটপাত ধরে এগোতে থাকল বেপরোয়া গাড়ি
  • সব গাড়িকে অতিক্রম করে ইউ টার্ন, বিপরীত লেনের ফুটপাতে চলে এলো দিশাহীন গাড়ি
  • বেশ কয়েকটি গাড়ি ও ৩ পথচারীকে ধাক্কা
  • লোহার রেলিংয়ে ধাক্কা খেয়ে অবশেষে অফিস বিল্ডিংয়ে ঢুকে আটকে গেল গাড়িটি
  • গাড়ি থেকে নামিয়ে চালককে মারধর ক্ষিপ্ত জনতার
  • চালককে উদ্ধার করে গ্রেফতার করল শেক্সপিয়ার সরণী থানা, বাজেয়াপ্ত গাড়ি
  • হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা আহত পুলিশকর্মী ও পথচারীদের

বাজেয়াপ্ত গাড়িটিতে তেলঙ্গনার নম্বর প্লেট| কেন চালক বেপরোয়া গতিতে আইন ভেঙে গাড়ি চালাল? চলছে জিজ্ঞাসাবাদ| তদন্তে শেক্সপিয়ার থানার পুলিশ|

Scroll to Top