রাজ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও:
রাজ্যে ভয়াবহ ভাবে বাড়ছে ডেঙ্গি। রাজ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও। ইতিমধ্যেই চলতি বছরে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি। ডেঙ্গি মোকাবিলায়ও খানিক একই পদক্ষেপে হাঁটল কলকাতা পুরসভা। শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পর্শকাতর রাস্তার তালিকা তৈরি করেছে কলকাতা পুরসভা। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি ওয়ার্ডের ৯২টি রাস্তাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে পুর স্বাস্থ্যকর্মীদের প্রতিদিন অন্তত ৫০টি করে বাড়ি পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হল উত্তর ২৪ পরগনা জেলায়। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, এই অতি বিপজ্জনক ১৬ পুরসভার মধ্যে ১১ টি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগণায়। এই পুরসভাগুলির মধ্যে যেমন রয়েছে কামারহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বিধান নগর, নৈহাটি, উত্তরপাড়া, বারাসত, অশোকনগর কল্যাণগড় পুরসভা রয়েছে তেমনি রয়েছে হাওড়া, শ্রীরামপুর, বালি, বরাহনগর, পানিহাটি, বারাকপুর, রাজপুর সোনারপুর প্রভৃতি পুরসভা। যেসব এলাকা বা রাস্তায় মাসখানেকের বেশি সময়ে একাধিক ডেঙ্গি আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে, সেই রাস্তাগুলিতে স্পর্শকাতর ঘোষণা করে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়ার্ডগুলির মধ্যে অধিকাংশই দক্ষিণ কলকাতায় রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, স্পর্শকাতর রাস্তা থাকা ওই ওয়ার্ড গুলির মধ্যে, ৩, ৪, ৬, ১৪, ৬৬, ৬৭, ৬৮, ৭৩, ৭৪, ৮১, ৮৫, ৮৬, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০, ১০২, ১০৩, ১০৫, ১০৭, ১০৮, ১০৯, ১১১, ১১২, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১২১, ১২৯ ও ১৩১ নম্বর ওয়ার্ড রয়েছে। বিধাননগর পুরসভায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বর্তমানে কমেছে। বর্তমানে সেখানে ২০০০ মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এছাড়া উত্তর দমদম, দক্ষিণ দমদম, বারাকপুর, নৈহাটি অশোকঘর কল্যাণগড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমেছে। আবার পানিহাটি, দমদম, বরাহনগর, কামারহাটিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। উত্তর ২৪ পরগনা জেলার গ্রামীণ অঞ্চলগুলিতেও ডেঙ্গি ব্যাপক আকার নিয়েছে। যার মধ্যে হাবড়া, গুমা, বনগাঁয় সংক্রমণ সবচেয়ে বেশি। উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি নদিয়াতেও ডেঙ্গি পরিস্থিতি ভয় ধরাচ্ছে। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটে ডেঙ্গি সংক্রমণ সবচেয়ে বেশি। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এই সময় ডিজিটালকে বলেন, ‘৩৭টি ওয়ার্ডের ৯২টি রাস্তা নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এখানে ডেঙ্গি প্রকোপ বেশি। সেই কারণে এই এলাকাগুলিতে ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ আরও তৎপরতার সঙ্গে করতে হবে। ডেঙ্গি মশার লার্ভা ধ্বংস করার কাজ আরও তৎপরতার সঙ্গে হবে এই এলাকাগুলিতে।