৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

রাজ্যের বদনাম করতেই পুরোনো ভিডিও ব্যবহার : তণমূল

High News Digital Desk:

তরুণীকে মারধরের নৃশংস ছবি| গতকাল সমাজ মাধ্যমে বিদু্যতের গতিতে ছড়ায় সেই ভিডিও| দেখে শিউরে ওঠা স্বাভাবিক প্রতিক্রিয়া| এটা জানলে আরও অাঁতকে ওঠার কথা যে, ভিডিওর বীভত্স ঘটনাটি আমাদের এরাজ্যেরই| তাও বেশি দূরে যেতে হবে না| কামারহাটির আড়িয়াদহ স্পোর্টং ক্লাবে ঘটেছে নারকীয় এই কাণ্ড| ভিডিওর যাথাথর্য খতিয়ে দেখেনি হাই নিউজ নেটওয়ার্ক| ভিডিওতে স্পষ্ট, এক তরুণীকে চারদিক থেকে ধরে শূন্যে উপুড় করে ঝুলিয়ে রেখেছে ৪ দুষ্কৃতী| আশপাশে জড়ো হওয়া সমাজবিরোধীরা ওই অবস্থায় তরুণীকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাচ্ছে| তরুণীর তীব্র আর্তনাদ শোনা যাচ্ছে ভিডিওতে|
এরা কারা? কেনই বা এভাবে পেটাচ্ছে তরুণীকে? ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে-সঙ্গে এইসব প্রশ্ন উঠতে শুরু করে| মাঠে নামে গেরুয়া শিবির| বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স (X) হ্যান্ডলে ভিডিও শেয়ার করে তণমূলকে তীব্র আক্রমণ করেন| বিজেপির অভিযোগ, এই নৃশংসতা তণমূলের গুন্ডাদের কাজ| কামারহাটির বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ জয়ন্ত সিং ও তার লোকজনকে ভিডিওতে হিংস্র কার‌্যকলাপে লিপ্ত হতে দেখা যাচ্ছে| দেখা যাচ্ছে, এক নিরস্ত্র তরুণীকে বীভত্স ভাবে বেধড়ক পেটাচ্ছে তারা| যে রাজ্য নারী-সুরক্ষা নিয়ে বড়াই করে, সেই রাজ্যেই মানবতার এমন অভিশাপ, এমন লজ্জা সংঘটিত হচ্ছে| এই ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তলেছে বিজেপি|
তণমূল অবশ্য ভিডিওটি ঘিরে একাধিক প্রশ্ন তলেছে| তাদের দাবি, এই ভিডিও ২০২১ সালের| অভিযুক্ত জয়ন্ত সিং ও তার অনুগামীদের এই কদর‌্য কার‌্যকলাপের সঙ্গে তণমূলের কোনও যোগ নেই| কেউ অপরাধ করলে, এরাজ্যে তার শাস্তি অবধারিত| ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে অন্তত ২ জন বর্তমানে জেলে| পাশাপাশি, তণমূলের তরফে বিজেপিকে পাল্টা তোপ দেগে বলা হয়েছে, বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে| তাই রাজ্যের নাম খারাপ করতে ও তণমূলকে কালিমালিপ্ত করার মতলবে সবরকম ভিডিও ব্যবহার করা হচ্ছে| ভিডিওতে প্রহৃত হতে দেখা যাচ্ছে যাঁকে, তিনি কোনও পুরুষও হতে পারেন বলে এক্স (X) হ্যন্ডলে অনুমান ভাসিয়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের প্রতিনিধি|
কামারহাটির বাসিন্দারা অবশ্য বলছেন, ভিডিওটি পুরোনো হলেও আড়িয়াদহ স্পোর্টং ক্লাবে এরকম পৈশাচিক ঘটনা ঘটেছিল| ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে ওভাবেই মারধর করা হয়েছিল| এছাড়া জয়ন্ত ও তার দলবল এলাকায় বিভিন্ন সময়ই সন্ত্রাসমূলক কার‌্যকলাপ চালিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের|
গোটা ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে তাই নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন| তবে আগেই ভাইরাল ভিডিও নিয়ে সুয়োমোটো মামলা রুজু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট| চলছে তদন্ত|

Scroll to Top