৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

রাজ্যপাল–বিরোধী দলনেতার সমালোচনা করে  টুইট কুণাল ঘোষের

High News Digital Desk:

রাজ্যপাল–বিরোধী দলনেতার সমালোচনা করে  টুইট  কুণাল ঘোষের:

পঞ্চায়েত ভোট পর্বে লাগাতার অশান্তির খবর পেয়ে রাজ্যপাল কার্যত রাস্তায় নেমে পড়েছিলেন। যেখানেই কেউ আক্রান্ত হচ্ছেন, সেখানেই ছুটে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভোটের দিন, এমনকী ভোটের ফলপ্রকাশের দিনও তিনি ছিলেন পথে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। তাই তিনি পিস রুম খুলেছিলেন রাজভবনে। তারপর নির্বাচন মিটতেই নয়াদিল্লিতে যান। ফের তৃণমূলেই আস্থা রেখেছে গ্রামবাংলা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – সর্বত্রই সবুজ ঝড়। পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে বিরোধী দলনেতা নিজের বুথে জয় পেয়েছেন। দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুররা নিজেদের বুথেই প্রার্থীদের জেতাতে পারেননি। পঞ্চায়েতের ফলাফলে বিপুল ভোটে জিতে ফের গ্রামবাংলার দখল নিতেই রাজ্যপালের পদত্যাগ দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপাল–বিরোধী দলনেতার সমালোচনা করে  টুইট করেন কুণাল ঘোষ।

Scroll to Top