নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক হিংসায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে জমা হয়েছে ৭ হাজার অভিযোগ। এবার রাজভবনে জমা হওয়া সব অভিযোগ আদালতে জমা দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ৮ জুলাই ২০২৩ রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল। দিনভর মাঠে-ময়দানে ঘুরে দেখেছেন বাংলার ভোট-চিত্র। রাজ্যপালের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, রাজ্যপালের পাঠানো সমস্ত অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করা হয়েছে। শান্তনু সেন বলেন, রাজ্যপালের পিস রুমের সাংবিধানিক বৈধতা নিয়েই বড় প্রশ্ন রয়েছে। রাজ্যের একজন সাংবিধানিক প্রধান কীভাবে এমন কাজ করেন।









