ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ-বিরতির পর নতুন করে আর উত্তেজনা দেখা দেয়নি। ধীরে ধীরে শান্তি ফিরছে জম্মু ও কাশ্মীর-সহ ভারত-পাক সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। সোমবার সকালে নতুন দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়।।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বায়ুসেনা, ও নৌবাহিনীর প্রধানও। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফও। রবিবারের পর সোমবার ফের গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী।