নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে এবার অরসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে দায়িত্ব দিলেন সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজ্যপাল একটি ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’ কমিটিও গঠন করেছেন। সেই কমিটিরও চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে। বুধবার প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্যপাল নিযুক্ত ১৩টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যদের মধ্যে কয়েকজন রাজভবনে গিয়েছিলেন। এদিনই প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য পদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। উপাচার্য নিয়োগ নিয়ে নবান্ন–রাজভবন সংঘাত অনেকদিন ধরেই চলছিল। কলকাতা হাইকোর্টের রায়ের পর প্রকাশ্যে সংঘাত থেমেছে। তারপরই রাজ্যপাল নিজের সাহস দেখালেন এভাবেই। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,’এক্তিয়ার বর্হিভূত, সংবিধান বহির্ভূত কাজ তিনি করেছেন। রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে। অত্যন্ত দক্ষ শিক্ষা দফতর আছে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে, প্রশাসনিক প্রধানের সঙ্গে আলোচনা না করে, যেভাবে একতরফাভাবে এই তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয়’। তাঁর অভিযোগ, ‘রাজ্য়পাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছে, বিজেপির দলদাসে পরিণত হয়ে। জগদীপ ধনখড়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন’। সিভি আনন্দ বোস ভোটসন্ত্রস্ত ভাঙড়, ক্যানিং, কোচবিহার, বাসন্তী পরিদর্শন করেছেন। ভোট হিংসায় বলি অনেকের পরিবারের সঙ্গে দেখাও করেছেন। রাজভবনেও বিশেষ হেল্পলাইন চালু করেছেন। এবার ‘পিস অ্যান্ড হারমনি কমিটি’ গঠন করলেন তিনি।
