৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

রবিবার থেকে শুরু কলকাতা লিগ

High News Digital Desk:

রবিবার থেকে শুরু কলকাতা লিগ:

এবার কোনও চ্যানেলে লিগের ম্যাচ সম্প্রচার করা হবে না। নিজেদের আইএফএ টিভিতেও ম্যাচ দেখানো হবে না। লিগের সবকটা ম্যাচ দেখাবে এই ওটিটি প্ল্যাটফর্ম। খেলা দেখতে হলে ডাউনলোড করতে হবে ইনস্পোর্টস.টিভি। সেখানে লিগের বিভিন্ন প্যাকেজ/পাস থাকছে। সাবস্ক্রিপশন করতে হবে। ১৯৯ টাকায় পুরো কলকাতা লিগ দেখা যাবে। এ বার কলকাতা লিগ খেলছে ২৬টি দল। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে।  লিগের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে আইএফএ। অর্থাৎ, প্রতিটি দলের প্রথম দু’টি ম্যাচের তারিখ ও কেন্দ্র জানিয়ে দিয়েছে ফেডারেশন। প্রথম দিন একটিই খেলা রয়েছে। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে ডায়মন্ডহারবার এফসি ও সাদার্ন সমিতির মধ্যে। প্রথম ম্যাচেই হবে জমকালো উদ্বোধন। লেজার শো, ডান্স পারফরম্যান্স হবে।আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, ”আমরা কয়েকটা টিভি চ‍্যানেলের সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু তারা লিগের সব ম‍্যাচ দেখাতে রাজি ছিল না। 

Scroll to Top