রতুয়া ১ ব্লকের ক্লান্তটোলা এলাকায় ভয়াবহ গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গেল ১০টি বাড়ি। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় রতুয়ার কান্তটোলা এলাকায় গঙ্গার ভাঙ্গন। বুধবার ভোরে তলিয়ে যায় ১০টি বাড়ি। ভোর থেকেই কমপক্ষে ৫০টি পরিবার নিজেদের বাড়িঘরের সমস্ত আসবাবপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে এদিন কান্তটোলা এলাকায় গঙ্গার ভাঙ্গন পরিস্থিতি তদারকিতে যান স্থানীয় বিধায়ক সমর মুখার্জি। কিন্তু ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অসন্তুষ্ট হয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরে এই কান্তটোলা এলাকায় পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ ব্লক প্রশাসনের কর্তারা। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহযোগিতা করা এবং পুনর্বাসনেরও আশ্বাস দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বৰ্মন ঘোষ।








