পাতাল লোকের পরিচালক সুদীপ শর্মা সম্প্রতি মূলধারার ছবিতে হিংস্রতাকে কীভাবে বড় করে দেখানো হয় সেই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। এই আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এর কথা। এই ছবি নিয়ে পরিচালক যথেষ্ট সমালোচনাও করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের চিত্রায়ন দেখে তিনি বেশ বিরক্ত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি একটি দৃশ্যের কথাও বলেন। যেখানে ছবির নায়ককে একটি হোটেলে অস্ত্র হাতে ঢুকতে যায়। তারপর সে অসংখ্য মানুষকে হত্যা করে, আর সেখানে পুলিশের কোনও ভূমিকাই থাকে না।
