৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এক গৃহবধূকে গণপিটুনি এলাকাবাসীর

High News Digital Desk:

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এক গৃহবধূকে গণপিটুনি এলাকাবাসীর :-

এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সন্দেহের বশে প্রতিবেশী এক মহিলাকে গণপিটুনি দিলো এলাকার লোকজনেরা। পরিবারের দাবি ওই মহিলার ছেলের সঙ্গে মৃত যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত চিলাখানা ১ নং গ্রাম পঞ্চায়েতের জায়গীর চিলাখানায়।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সনাতন দাস(২৪)। গত তিনদিন আগে উত্তরপ্রদেশে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার জায়গির চিলাখানা এলাকায় বাড়িতে তার দেহ এসে পৌঁছায়। আর মৃতদেহ পৌঁছাতেই ওই গৃহবধূকে গণপিটুনি দেয় স্থানীয়রা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় পরিবারের তরফে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় পুলিশ একজনকে আটক করে। তদন্ত শুরু করা হয়েছে।

Scroll to Top