যারা বলেছিল, বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই আজকে বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে, অভিষেকের কটাক্ষ:
অভিষেকের কটাক্ষ, একসময় যাঁরা বাংলায় দুর্গাপুজো হয় না বলে প্রশ্ন তুলত, তাঁরাই আজ বাংলায় পুজো উদ্বোধন করতে আসছেন। নাম না করে অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর কলকতায় পুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ। অন্যদিকে, বালুরঘাটে পুজো উদ্বোধনে যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তার আগেই নাম না করে শাহ-নাড্ডাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে সেই অমিত শাহই রাজ্যে আসছেন। আগামী ১৬ তারিখ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি। অমিত শাহ ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক জনসভা থেকে দাবি করেছেন, এ রাজ্যে দুর্গাপুজো করতে চাইলেও তাতে বাধা দেওয়া হয়। হিন্দুদের স্বাধীনভাবে দুর্গাপুজো করার অধিকার পর্যন্ত নয়। অথচ ঘটনাচক্রে তিনিই এ বছরের শহরের একটি বড় দুর্গাপুজার উদ্বোধনে আসছেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূল তথা রাজ্য সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য নেত্বকেও। এই বছর মহালয়ার আগেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে’জালি হিন্দু’ বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বলেন, সবাইকে অনুরোধ সাবাই জাতি দলমত নির্বিশেষে আনন্দ উপবোগ করুন। অভিষেক আরও বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার। উত্সব সবার। বাংলা প্রমাণ করেছে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে মানুষ আনন্দ উপভোগ করে, একসঙ্গে নিজেদের সামিল করতে পারে।