৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃতু্যর ঘটনায় গ্রেফতার আরও তিন

High News Digital Desk:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃতু্যর ঘটনায় গ্রেফতার আরও তিন :

রাতে তাঁদের গ্রেফতার করা হয়| পুলিশ সূত্রে খবর, হস্টেলে নবাগত প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কী কী ভাবে নির‌্যাতন চালাতেন হস্টেলের সিনিয়রদের একটা অংশ| ওই ধরনের নির‌্যাতন মৃত ছাত্রের উপরেও হয়েছিল কি না, এবং ওই নির‌্যাতনে আরও কেউ জড়িত কি না তা-ও দেখছেন তদন্তকারীরা| ছাত্রমৃতু্যর ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে নজনকে| তাঁদের গ্রেফতার করার পরেও পুলিশের নজরে ছিলেন হস্টেলের আরও কয়েক জন আবাসিক| তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তনরাও| ধৃতেরা হলেন শেখ নাসিম আখতার, সত্যব্রত রায় এবং হিমাংশু কর্মকার| অভিযুক্তদের পাশাপাশি প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ| তাঁদের বয়ানেই জানা গিয়েছে, হস্টেলের অন্দরে নতুন পড়ুয়াদের সঙ্গে কী ঘটত| শুক্রবার নতন করে য়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হিমাংশু কর্মকার নামের এক প্রাক্তন| অঙ্কে স্নাতকোত্তরের পর এখানেই গবেষণা করছিলেন হিমাংশু| ছাত্রমৃতু্যর ঘটনায় জড়িত সন্দেহে পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে| এই ঘটনার পর জেলায় তাঁর বাড়ি গিয়ে দেখা গেল, বাড়িতে তালা| কেউ নেই| এক ভাই, বোন আর মা-কে নিয়ে সংসার ছিল হিমাংশুর| বাবার মৃতু্য হয়েছে বছর দশেক আগে| প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর‌্যন্ত স্থানীয় স্কুলে পড়াশোনা করলেও ষষ্ঠ শ্রেণি থেকে মেধাবী হিমাংশুর নবোদয় বিদ্যালয়ের ছাত্র ছিল| তারপর থেকেই এখনও পর‌্যন্ত বাইরেই পড়াশোনা তাঁর| হিমাংশুর বড় দিদিও কলকাতায় পড়াশোনা করেন| মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের পার্শ্বশিক্ষিকা| মধ্যবিত্ত পরিবারের সন্তান হিমাংশু কর্মকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তরের পর সম্প্রতি, মাস দুয়েক আগে পিএইচডিতে ভর্তি হন| কিন্তু তারই মধ্যে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, ছাত্রমৃতু্যতে নাম জড়িয়ে গ্রেপ্তার হলেন| পুলিসের জালে ধরা পড়ার পর তাঁর পরিবারের দাবি তাদের ছেলেকে ফাসানো হচ্ছে| পাড়া প্রতিবেশীদের কাছে ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলো হিমাংশু|

Scroll to Top