- ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস, আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল
টার্গেট ২৯২, কিন্তু ১৮.৩ ওভারেই ৯১ রানে ৭ উইকেট। ৫ বারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের করুণ দশা দেখে মনে হচ্ছিল আফগানিস্তানের জয় সময়ের অপেক্ষা। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল হাল ছাড়তে রাজি হননি। অপর প্রান্তে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার কামিন্স ব্যাটিং করতে নামেন ৯ নম্বরে। এতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের গভীরতা বোঝা যায়। আফগানিস্তানের ক্রিকেটাররা হয়তো ৭ উইকেট তুলে নেওয়ার পর ভেবে নিয়েছিলেন ম্যাচ পকেটে এসে গিয়েছে। সেই সময় থেকে বোলিং-ফিল্ডিংয়ে একটু ঢিলেমি দেখা গেল। এরই সুযোগ নিলেন ম্যাক্সওয়েল। এই মারকুটে ব্যাটার সম্ভবত কেরিয়ারের সেরা ইনিংস খেললেন। ‘ম্যাড ম্যাক্স’-কে স্বাধীনভাবে শট খেলার সুযোগ দিয়ে নিজে ক্রিজের অপর প্রান্ত আঁকড়ে থেকে গেলেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক টেস্ট ম্যাচের ধাঁচে ব্যাটিং করলেন। আফগানদের আর কোনও সুযোগ দিলেন না ম্যাক্সওয়েল-কামিন্স। ফলে স্মরণীয় জয় পেল অস্ট্রেলিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচ খেলে ম্যাক্সওয়েলদের পয়েন্ট ১২। অন্যদিকে, এই ম্যাচ হেরে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল আফগানিস্তান। হাশমাতুল্লাহ শাহিদির দল ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। এই জায়গা থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত খুব বেশি ব্যাটার দ্বিশতরান করতে পারেননি। মঙ্গলবার সেই তালিকায় নাম লেখালেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন এই তারকা। তাঁর ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। অন্যদিকে, ৬৮ বল খেলে ১২ রান করে অপরাজিত থাকেন কামিন্স। তাঁর এই ইনিংসও স্মরণীয় হয়ে থাকল।










