- মোহনবাগানকে ২-০ হারিয়ে পরপর ৩ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব
মোহনবাগান সুপার জায়ান্টকে সহজেই ২-০ হারিয়ে টানা তৃতীয়বার কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব। ১৩ মিনিটে প্রথম গোল করেন ফানাই লালরেমসাঙ্গা। এরপর ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ডেভিড লাললানসাঙ্গা। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। এবারের লিগে মহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়নের মতোই খেলে এসেছে প্রথম থেকে। শেষ ম্যাচেও মহামেডান প্রাধান্য রেখে জিতল। এনিয়ে ১৪ বার লিগ খেতাব জিতল তারা। । ১৯৩৪ সালে প্রথমবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় সাদা-কালো ব্রিগেড। এবার কলকাতা লিগ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। ।এবারের কলকাতা লিগের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে জয়ই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে দেয়। শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে না হারলেই মহামেডান স্পোর্টিংয়ের লিগ জেতা নিশ্চিত ছিল। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যাওয়ার পর সবুজ-মেরুন ব্রিগেডকে আর কোনও সুযোগ দেননি ডেভিডরা।